• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রঞ্জিতে ফিরছে আঞ্চলিক লিগ

ইডেনেই সব ম্যাচ খেলতে পারে বাংলা; ছ’দলের প্রতিযোগিতা আয়োজন করছে সিএবি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে ফিরছে ‘জোনাল সিস্টেম’ রঞ্জি ট্রফিতে প্রায় দু’দশক পরে আবার ফিরছে আঞ্চলিক লিগ করোনা অতিমারীর জেরে এই নিয়ম ফেরাতে পারে বিসিসিআই সেক্ষেত্রে পূর্বাঞ্চলের সব ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে অর্থাৎ, বাংলা সব ম্যাচ ঘরের মাঠে খেলবে যা গতবারের রানার-আপদের বাড়তি সুবিধা করে দিতে পারে

তবে তার আগে সম্ভবত নভেম্বর থেকে সিবি ছ’টি দলকে নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা করবে শোনা যাচ্ছে, ঘরোয়া ক্রিকেটের পয়লা সারির ছ’টি দল নিয়ে এই প্রতিযোগিতা হবে এমনকি, হোটেলের ঘর বুকিংও নাকি সম্পূর্ণ অতএব, কোভিড পরবর্তী পর্বে নতুন সাজে ক্রিকেট ফিরছে বাংলায়

     

বিজ্ঞাপন

Goto Top