‘এখনও তুমিই বস’, বলছেন আর্চার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক৯৯ রানের মাথায় জোফ্রা আর্চারের বলে বোল্ড। শতরান ফস্কে মেজাজ ঠিক রাখতে পারেননি ক্রিস গেইল। নিজের উপর ক্ষুব্ধ হয়ে ছুঁড়ে ফেলেছিলেন ব্যাট। তার জেরেই ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল ‘ইউনিভার্স বস’-এর। শনিবার আইপিএলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আইপিএলের আচরণবিধি ভেঙেছেন গেইল। লেভেল-১ অপরাধ করেছেন। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিজের অপরাধ মেনে নিয়েছেন গেইল।“
তবে যতই মেজাজ হারান না কেন, গেইলের জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়ছে না। যাঁর বলে তিনি শুক্রবার বোল্ড হয়েছেন সেই আর্চারই যেমন। টুইটারে গেইলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে গেইলের উদ্দেশ্যে লিখেছেন, “এখনও তুমিই বস”। শুধু আর্চারই নন, ৪১ পেরোনো গেইলের পারফরম্যান্স দেখে অবাক বিশেষজ্ঞরাও। টি-২০ কেরিয়ারে ১৩,০০০ রান, যার মধ্যে রয়েছে এক হাজার ছক্কা। কিন্তু পাশাপাশি, একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে দু’বার ৯৯ রানে আউট হলেন তিনি।