ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলবেন পাঠান।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কফের ক্রিকেট খেলতে দেখা যাবে ইরফান পাঠানকে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন তিনি।ক্যান্ডি টা্স্কার্সের হয়ে খেলতে দেখা যাবে পাঠানকে।এই দলে রয়েছেন ক্রিস গেইল, কুশল পেরেরা,কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা।লকডাউনের আগে ইরফানকে রোড সেফটি সিরিজে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল।২১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে লঙ্কা প্রিমিয়ার লিগ। উল্লেখ্য, ১২০টি একদিনের ম্যাচ ও ২৯টি টেস্ট ও ২৪টি টি-২০ ম্যাচ খেলে ্ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ইরফান।