• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভবিষ্যতের তারকা ঋতুরাজ, বলছেন মাহি

উড়িয়ে দিলেন অবসরের জল্পনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

নিজের অবসরের সম্ভাবনাকে হেলিকপ্টার শটে উড়িয়ে দিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানালেন, আগামী মরশুমে তাঁরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবারের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি জানান, তাঁরা আশানু্রূপ পারফর্ম করতে পারেননি আইপিএল ২০২১-এর আগে তাঁরা চেষ্টা করবেন একটি নতুন ‘কোর গ্রুপ’ বানাতে। যারা আগামী দশ বছর দলকে টানবে

এই প্রথম চেন্নাই সুপার কিংস আইপিএলের প্লে-অফে যেতে ব্যর্থ হল। সেই প্রসঙ্গে ধোনি জানান, তাঁদের সব পরিকল্পনা কাজ করেনি। তাই ভবিষ্যতে আরও নতুনভাবে পরিকল্পনা করা প্রয়োজন। নতুন কোর টিম বানিয়ে শক্তি সঞ্চয় করে ফিরবে সিএসকে, আশ্বাস মাহির

তবে আর যা-ই নেতিবাচক হোক না কেন, এবারের আইপিএলে চেন্নাইয়ের অন্যতম প্রাপ্তি ঋতুরাজ গায়কোয়াড়। প্রতিযোগিতা শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথম কয়েক ম্যাচে একেবারেই ফর্মে ছিলেন না। কিন্তু শেষ তিন ম্যাচে ওপেন করে তাক লাগিয়ে দিয়েছেন। তিন ইনিংসেই অর্ধশতরান। যাঁর সম্পর্কে মাহি বলছেন, “নিঃসন্দেহে আগামী দিনে দলের বড় ভরসা হতে চলেছে ঋতুরাজ“ অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, আপাতত আইপিএলকে বিদায় জানাচ্ছেন না। আগামী বছর  আরও ভালো দল নিয়ে ফিরে আসবেন আইপিএলের আসরে।

     

বিজ্ঞাপন

Goto Top