• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বালিতেও কিং খানের ভক্ত! অবাক ডিকে

শাহরুখের জন্মদিনে ভিডিও তৈরি করলেন নাইটরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ছুটি কাটাতে বালি গিয়েছিলেন এক ভারতীয় ক্রিকেটার এক টোটোচালককে জানান, তিনি ভারতীয় তাঁকে অবাক করে সেই টোটোচালক জানান তিনি শাহরুখ খানের ভক্ত প্রীতি জিন্টা ও শাহরুখের সিনেমা বীর-জারা তাঁর অত্যন্ত প্রিয় ছবি। সোমবার  কিং খানের ৫৫ তম জন্মদিনে ভিডিও বার্তায় এমনটাই জানালেন তিনি তিনি দীনেশ কার্তিক শাহরুখ খানের দল কেকেআরের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান উইকেটকিপার আইপিএলের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এক লাফে অষ্টম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে কেকেআর। প্লে-অফে যাওয়ার স্বপ্ন দেখছে এমন অবস্থায় দলের কর্ণধারের জন্মদিনে দলের সব সদস্য মিলে ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন সেখানেই এই ঘটনা জানিয়েছেন কার্তিক একইসঙ্গে জানিয়েছেন, কেকেআরের জার্সি গায়ে চাপানোর আগেই শাহরুখ খানের সঙ্গে তাঁর পরিচয় তখন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতেন তিনি একথাও জানাতে ভোলেননি যে শাহরুখের ভক্ত সুদূর বালিতেও রয়েছে দেখে অবাক হয়ে গিয়েছিলেন

     

বিজ্ঞাপন

Goto Top