আইপিএল ফাইনালের পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য শারজায় অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক। ১০ নভেম্বর আইপিএল ফাইনাল। তারপরেই সমস্ত রাজ্য ক্রিকেট বোর্ডের পদাধিকারীরা বসবেন সভায়। আঞ্চলিক লিগ ফিরবে কি না, ফিরলে কোথায় কীভাবে ম্যাচ আয়োজন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার প্রকোপ যেসব শহরে কম সেই শহরগুলিতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া, বিজয় হাজারে, মুস্তাক আলি ট্রফি এই মরশুমে আয়োজন করা যাবে কি না, হলে কীভাবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে ওই সভায়। বিশেষ সূত্রের খবর, যদি সীমিত ওভারের ক্রিকেট হয়, তাহলে ১৫ অথবা ১৮ নভেম্বর নাগাদ প্রতিযোগিতা শুরু হতে পারে। তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও বোর্ডের সভার উপর।