রোহিতের চোট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত শর্মা এবং ইশান্ত শর্মা। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পুরোটাই নির্ভর করছে দুই সিনিয়র ক্রিকেটারের ফিটনেসের উপর। সোমবারই টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, মাঠে ফেরার জন্য তাড়াহুড়ো করা উচিৎ নয় রোহিতের। কারণ, তাতে চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার একই সুর শোনা গিয়েছে মহারাজের গলায়। তাঁর মত, “রোহিতের মতো খেলোয়াড় দলের সম্পদ। ওর চোট দলের পক্ষে উদ্বেগের বিষয়। রোহিতের সঠিক চিকিৎসার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বোর্ড। রোহিত নিজেও জানে, আইপিএল বা একটা সিরিজ খেলার থেকে কেরিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলের ফিজিও এবং মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও, দু’জনেরই তত্বাবধানে রয়েছে রোহিত। ফিট হলেই দলে ফিরবে ও।“
প্রসঙ্গত, ১৮ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন রোহিত। পরবর্তী কয়েকটি ম্যাচে তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে নেমেছিলেন কিয়েরন পোলার্ড। তবে ম্যাচে না খেললেও নেটে ব্যাট করতে দেখা গিয়েছে ‘হিটম্যান’-কে। যার জেরে সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছিলেন, রোহিতের চোট থাকলে তিনি নেটে ব্যাট করছেন কীভাবে? তার উপর অস্ট্রেলিয়া সিরিজের দেড় মাস আগেই কেন তাঁকে ‘চোটের জন্য’ দল থেকে বাদ দেওয়া হল? সৌরভ বলছেন, “প্র্যাকটিস ও ম্যাচের অবস্থা সম্পূর্ণ আলাদা। চাপের সময়ে মাসল আলাদা প্রতিক্রিয়া করে।“ মঙ্গলবারই অবশ্য গ্রুপের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে ফিরেছেন রোহিত। তবে ব্যাট হাতে চেনা মেজাজে দেখা যায়নি তাঁকে। মাত্র চার রান করেই আউট হয়ে যান মুম্বই অধিনায়ক। ফিল্ডিং-এর সময়ও বেশিরভাগ সময়ই ডাগ-আউটে ছিলেন রোহিত। যা তাঁর চোটের গভীরতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে।