• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রঞ্জিতেও থাকছে জৈব সুরক্ষাবলয়

জাতীয় নির্বাচক হিসাবে মেয়াদ শেষ দেবাং, শরণদীপ, পরাঞ্জপের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফি, ইংল্যান্ডের ভারত সফর এবং পরবর্তী আইপিএল নিয়ে বোর্ডের চিন্তাভাবনা অন্য খাতে বইছে বেশকিছু রাজ্য ক্রিকেট সংস্থার হাতে একাধিক মাঠ থাকায় তারা রঞ্জি ম্যাচ আয়োজন করার জন্য আবেদন জানিয়েছে আপাতত রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একইসঙ্গে জানিয়েছেন, রঞ্জির জন্য আলাদা জৈব সুরক্ষাবলয় (বায়ো-বাবল) তৈরি করা হবে। সৌরভ আশাবাদী, ইংল্যান্ডের ভারত সফর সাফল্যের সঙ্গেই সমাধা হবে।

পাশাপাশি, বদল হতে চলেছে জাতীয় নির্বাচকমণ্ডলীতে। জানা গিয়েছে, যতীন পরাঞ্জপে, শরণদীপ সিংদেবাং গান্ধীর নির্বাচক পদের মেয়াদ শেষ। খুব তাড়াতাড়িই নতুন তিন নির্বাচক যোগ দেবেন প্যানেলে

     

বিজ্ঞাপন

Goto Top