প্রথম ম্যাচে মুখোমুখি হরমনপ্রীত এবং মিতালী
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কশুরু হতে চলেছে মহিলা টি-২০ চ্যালেঞ্জ কাপ ২০২০। শারজার মাঠে এই প্রতিযোগিতায় তিনটি দল অংশগ্রহণ করবে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে খেলতে আসছেন শ্রীলঙ্কার চামারী আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন, বাংলাদেশ দলের সালমা খাতুন এমনকি থাইল্যান্ড দলের নাট্টাকান চন্থাম।
বাংলাদেশ দলের প্রথম প্রতিনিধিত্বমূলক ম্যাচ, প্রথম একদিনের ম্যাচ, প্রথম টি-২০, সব দলেই অপরিহার্য সালমা খাতুন। বিশ্বের এক নম্বর মহিলা অল রাউন্ডার সালমা খাতুন ১০৮ টি টি-২০ খেলেছেন (বাংলাদেশ মোট খেলেছে ১১৩) । এর মধ্যে ৮৩ টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এদিকে থাইল্যান্ডের পুরুষদের আগে মহিলা দল বিশ্বকাপ শুধু খেলেনি, তাঁদের খেলোয়াড় হাফ সেঞ্চুরি করেছেন। চন্থামের প্রতি আস্থা দেখিয়েছেন ট্রেল বেজার দলের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা।
দিয়েন্দ্রা ডটিন তাঁর সঙ্গে একই ড্রেসিংরুমে থাকবেন, এটা ভেবেই চরম উত্তেজিত ভারতীয় ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। তিনি দিয়েন্দ্রার প্রশংসায় পঞ্চমুখ এবং একই সঙ্গে খেলতে আগ্রহী।