• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রয়াত শরদিন্দু পাল

শোকজ্ঞাপন করল সিএবি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রয়াত হলেন সিএবি-র প্রাক্তন সচিব শরদিন্দু পালবুধবার সন্ধ্যে ৭ টা ৪৫ মিনিট নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ময়দানে সকলের প্রিয় ‘শরা-দা’। সম্প্রতি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন করোনাকে হারিয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু তার পরেই বেড়েছিল করোনার প্রকোপ। তাঁর স্ত্রী ও এক কন্যা রেখে বর্তমান

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত সিএবি যুগ্মসচিব পদে ছিলেন শরদিন্দু পাল। দীর্ঘদিন যাবৎ ময়দানে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা সিএবি-র এই অভিজ্ঞ কর্মকর্তা কুমারটুলি ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান।

সিএবি-র তরফে শোকবার্তায় সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, “চার দশক ধরে সিএবি-র সঙ্গে যুক্ত ছিলেন শরদিন্দু পাল। তিনি যুগ্মসচিব থাকাকালীন রঞ্জি ট্রফিতে ভালো ফল করেছিল বাংলা। তাঁর মতো ব্যক্তিত্বের প্রয়াণ বাংলা ক্রিকেট এবং সিএবি-র পক্ষে এক বিরাট ক্ষতি।“ শরদিন্দু পালএর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বন্ধ থাকবে সিএবি। অর্ধনমিত থাকবে সিএবি-র পতাকাও।

     

বিজ্ঞাপন

Goto Top