• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, সন্দেহ শাকিবের

ইতিবাচক রয়েছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আর হয়তো তাঁকে বিশ্বাস করবেন না সতীর্থরা। নির্বাসন থেকে ফেরার পর এমনই মত শাকিব আল হাসানের। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সঙ্গে জানিয়েছেন, বিশ্বকাপ চলার সময় থেকেই তিনি জানতেন যে আইসিসি তাঁর উপর নজর রাখছে। যার বিরূপ প্রভাব পড়েছিল তাঁর মনের উপর। যখন কোনও অনভিপ্রেত ঘটনা ঘটল না তখন তিনি চিন্তিত ছিলেন যে ভবিষ্যতে কী ধরনের সমস্যা হবে উল্লেখ্য, বুকিদের সঙ্গে কথোপকথনের বিষয় গোপন করার অভিযোগে তাঁকে এক বছর আগে নির্বাসিত করেছিল আইসিসি। গত ২৯ অক্টোবর শেষ হয়েছে তাঁর নির্বাসনের মেয়াদ।

তবে এই নির্বাসনকে শাকিব ইতিবাচক দৃষ্টিতেই দেখছে তাঁর মত, এটা শাপে বর হওয়ার মতো ব্যাপার তাঁর কাছে বহু নতুন দরজা খুলে গিয়েছে নির্বাসনের সময় কেরিয়ারগত এবং মানসিক যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন তা তাঁকে আগের থেকে পরিণত করেছে, বলছেন শাকিব আগামী দিনে এই অভিজ্ঞতা কাজে লাগবে, জানিয়েছেন তিনি।

এদিকে জাতীয়, অনূর্ধ্ব- পর্যায়ের ১৩ জন খেলোয়াড়ের কোভিড পরীক্ষা হবে আগামী -০ নভেম্বর। তারপরই ঘরোয়া টি-২০ প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বোর্ড, জানিয়েছে বিসিবি।

     

বিজ্ঞাপন

Goto Top