• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দিল্লিকে চূর্ণ করে ফাইনালে রোহিতরা

ষষ্ঠবার আইপিএল ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্স

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আট বল। শূন্য রান। তিন উইকেট। প্যাভিলিয়নে পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান। ম্যাচের ভাগ্য ওখানেই নিশ্চিত করে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গেলে দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন ছিল পাওয়ার প্লে-কে কাজে লাগালোর। কিন্তু প্রথম ওভারে মেডেন-সহ পৃথ্বী, রাহানের উইকেট তুলে নিলেন বোল্ট। পরের ওভারে বুমরার ইয়র্কারে বোল্ড শিখর। অধিনায়ক শ্রেয়স আইয়ার যখন আউট হন তখন দিল্লির স্কোর ২০/৪। তারপরেও যে দিল্লি প্রথম কোয়ালিফায়ারে মাত্র ৫৭ রানে হারল তার নেপথ্যে মার্কাস স্টয়নিস (৪৬ বলে ৬৫) এবং অক্ষর পটেল (৩৩ বলে ৪২)। বুমরা (৪/১৪), বোল্টদের (২/৯) আগুনে বোলিং-এর সামনে দিল্লির আর কোনও ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

রোহিত শর্মা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরায় শুরুতে সমস্যায় পড়ে গিয়েছিল মুম্বইও। কিন্তু বিপদ বাড়তে দেননি কুইন্টন ডি কক (২৫ বলে ৪০) এবং সূর্যকুমার যাদব (৩৮ বলে ৫১)। শূন্য রানে ফেরেন কিয়েরন পোলার্ডও। কিন্তু ডেথ ওভারে ঈশান কিষাণ (৩০ বলে ৫৫ অপরাজিত) ও হার্দিক পাণ্ড্য (১৪ বলে ৩৭ অপরাজিত) ইনিংসের রঙ পুরোপুরি পালটে দেন। দু’জনের জুটিতে মাত্র ২৩ বলে ওঠে ৬০ রান। কাজে লাগেনি রবিচন্দ্রন অশ্বিনের (৩/২৯) দুর্দান্ত বোলিং।

এই নিয়ে ষষ্ঠবার আইপিএলের ফাইনালে উঠল মুম্বই। আর একটি ম্যাচ জিততে পারলেই চেন্নাই সুপার কিংসের টানা দু’বার আইপিএল জেতার নজির স্পর্শ করবেন রোহিতরা।  

     

বিজ্ঞাপন

Goto Top