ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও রাখা হবে কোয়্যারান্টাইনে, জানাল বিসিবি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
করোনা পরীক্ষার ফল পজিটিভ বেরোল বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লা রিয়াধের। ফলে পাকিস্তান সুপার লিগের প্লে-অফে লাহোর কলন্দরের হয়ে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। রবিবার এমন জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। দিনকয়েকের মধ্যেই ফের করোনা পরীক্ষা হবে মাহমুদউল্লার। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই ঠিক হবে যে বিসিবি আয়োজিত টি-২০ প্রতিযোগিতায় মাহমুদউল্লা খেলতে পারবেন কিনা। উল্লেখ্য, ক্রিস লিন এবং মইন আলির পরিবর্তে মাহমুদউল্লা এবং তামিম ইকবালকে পিএসএলে খেলতে ডেকেছিল লাহোর কলন্দর।
আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। সেক্ষেত্রে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সাত দিন কোয়্যারান্টাইনে রাখবে বিসিবি।
এদিকে, খুব তাড়াতাড়িই ১১৩ জনের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকা বেছে নেওয়া হবে আগামী টি-২০ প্রতিযোগিতার জন্য।