• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যাটে-বলে দুরন্ত স্টয়নিস, ফাইনালে দিল্লি

চার উইকেট তুলে ফের বেগুনি টুপির দখল নিলেন রাবাদা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

“এই ম্যাচটা জিতলাম। কিন্তু এটা সবে প্রথম ধাপ। সামনের দুই ম্যাচেও জয় চাই।“ এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানোর পর এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল ডেভিড ওয়ার্নারের গলায়। কিন্তু সেই আশা পূরণ হল না সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়কের। দ্বিতীয় কোয়ালিফায়ারে যথাসাধ্য লড়াইয়ের পরও হার মানতে হল দিল্লি ক্যাপিটালসের কাছে। গ্রুপ পর্যায়ের শেষে যে দুই দল পয়েন্ট টেবলের শীর্ষে ছিল সেই মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসই মুখোমুখি হচ্ছে আইপিএল ২০২০-এর ফাইনালে।

আবু ধাবিতে এদিন প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৮৯ রান তুলেছিল দিল্লি। জবাবে আট উইকেট খুইয়ে ১৭২ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

এদিন ওপেনিং-এ শিখর ধাওয়ানের সঙ্গী হিসাবে মার্কাস স্টয়নিসকে পাঠিয়েছিলেন শ্রেয়স আইয়ার। দুর্দান্তভাবে খেটে গেল সেই চাল। ওপেনিং নিয়ে ক্রমাগত হোঁচট খেতে থাকা দিল্লি এদিন প্রথম উইকেটেই তুলল ৫০ বলে ৮৬ রান।২৭ বলে ৩৮ রান স্টয়নিসের। শ্রেয়স (২০ বলে ২১) বড় রান না পেলেও রানের গতি বাড়িয়ে দেন শিখর এবং শিমরন হেটমায়ার। দু’জনের জুটিতে যোগ হয় ২৭ বলে ৫২ রান। শিখর ৫০ বলে ৭৮ রান করে আউট হয়ে গেলেও ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার।

কাগিসো রাবাদা নিজের প্রথম বলেই ওয়ার্নারকে (২) ফিরিয়ে দেওয়ায় ব্যাকফুটে চলে গিয়েছিল হায়দরাবাদ। ভালো শুরু করেও বেশিদূর টানতে পারেননি প্রিয়ম গর্গ (১৭), মণীশ পাণ্ডে (২১), জেসন হোল্ডাররা (১১)। মরিয়া চেষ্টা চালিয়েছিলেন কেন উইলিয়ামসন (৪৫ বলে ৬৭) এবং আব্দুল সামাদ (১৬ বলে ৩৩)। কিন্তু সফল হননি। এক ওভারে তিন উইকেট নিয়ে হায়দরাবাদকে ম্যাচ থেকে ছিটকে দেন রাবাদা (৪/২৯)। ব্যাটের পর বল হাতেও জ্বলে ওঠেন স্টয়নিস। ২৬ রান দিয়ে নেন তিন উইকেট।

     

বিজ্ঞাপন

Goto Top