রঞ্জির আগে জৈব সুরক্ষাবলয়ের অভিজ্ঞতা চান অভিষেক ডালমিয়ারা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনাজনিত বদ্ধ দশা কাটিয়ে আবার জেগে উঠছে ইডেন। আইপিএল ধাঁচের টি-২০ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সিএবি। তার জন্য টিসিএম নামের এক বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে রবিবার মৌ স্বাক্ষরও হয়ে গিয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার। প্রসঙ্গত, ডিভিশনাল ক্রিকেট-সহ অন্যান্য স্থানীয় প্রতিযোগিতা কবে হবে তার কোনও নিশ্চয়তা নেই। রঞ্জি ট্রফি শুরু হতেও জানুয়ারি মাস। তার আগে ছয় দলীয় এই প্রতিযোগিতা দু’টি সমস্যার সমাধান করতে পারে। প্রথমত, এই প্রতিযোগিতার মাধ্যমে রঞ্জির আগে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন ক্রিকেটাররা। দ্বিতীয়ত, রঞ্জির আগে জৈব সুরক্ষাবলয়ের অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা অর্জনের জন্য দ্বিতীয় ডিভিশন আই লিগের জৈব সুরক্ষাবলয় সম্পর্কে অনুসন্ধানে গিয়েছিলেন সিএবি কর্তারা।
উল্লেখ্য, বেশকিছু হোটেলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের রেখে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের গোড়ায় এই প্রতিযোগিতা হতে পারে। যার সম্ভাব্য নাম বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ।