• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সৌরভের ভূমিকায় ক্ষুব্ধ বেঙ্গসরকার

আইপিএল চেয়ারম্যান এবং নির্বাচক প্রধানকে নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল বা মুখ্য নির্বাচক সুনীল জোশী নন, জাতীয় দল এবং আইপিএল সম্পর্কে যাবতীয় বক্তব্য রেখে যাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই। এমনই অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। বলছেন, “সৌরভকে এত রকমের ভূমিকায় অবতীর্ণ হতে দেখে অবাক হয়েছি। যে প্রসঙ্গে মুখ্য নির্বাচক সুনীল জোশীর বক্তব্য থাকা উচিৎ, সেই বিষয়েও বক্তব্য রাখছে সৌরভই। কেন কেউ বাদ পড়ল, কেন কোনও খেলোয়াড়কে বিবেচনা করা হয়নি, কোন ক্রিকেটারের চোট রয়েছে, সব বিষয়েই মন্তব্য করছে বোর্ড সভাপতি।“

এর সঙ্গেই যোগ করেছেন, “আইপিএলের তারিখ এবং কেন্দ্র নিয়ে যখন আলোচনা চলছিল তখনও আইপিএল চেয়ারম্যানের পরিবর্তে কথা বলছিল সৌরভ। ও কি অন্যদের খাটো করতে চাইছে? নাকি এটা বোঝাতে চাইছে যে অন্যদের থেকে বেশি জানে? সবসময় বিশ্বাস করেছি, প্রশাসনে প্রাক্তন ক্রিকেটারদের আসা উচিৎ। সৌরভের থেকে অনেক আশা ছিল। কিন্তু যা দেখছি তাতে এই বিষয়ে আমার মনোভাব বদলাচ্ছে।”

রোহিত শর্মার চোট নিয়ে যে চাপান-উতোর চলছে তাতেও অত্যন্ত ক্ষুব্ধ বেঙ্গসরকার। তাঁর প্রশ্ন, “বিসিসিআই ফিজিও জানালেন, রোহিত ফিট নয়। তার জেরেই অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়ল রোহিত। তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও রোহিতকে ফিট ঘোষণা করলেন কীভাবে? দুই ফিজিওর রিপোর্টে এত পার্থক্য কেন? জানি না, দল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত কারা নেন। বোর্ডকর্তারা নাকি নির্বাচকরা? এই বিষয়ে সৌরভ কী বলে দেখা যাক।”

     

বিজ্ঞাপন

Goto Top