• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অ্যাডিলেড টেস্টের পরেই ফিরছেন বিরাট, দলে রোহিত

একদিনের সিরিজে সঞ্জু, টি-২০ দলে নটরাজন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য একগুচ্ছ পরিবর্তন হল ভারতীয় দলে। চাপান-উতোরের পর্ব শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মাকে। তবে টেস্ট দলে থাকছেন তিনি। আগেই শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় শেষ দু’টি টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক বিরাট কোহলি। ওই সময়ই বাবা হওয়ার কথা বিরাটের। স্ত্রী অনুষ্কার পাশে থাকতে চেয়ে বোর্ডকে ছুটির আর্জি জানিয়েছিলেন তিনি। সোমবার বিসিসিআই জানিয়েছে, অ্যাডিলেড টেস্টের পরেই দেশে ফিরে আসবেন কোহলি। ওয়াকিবহাল মহলের ধারণা, বিরাটের না থাকাই নির্বাচকদের একরকম বাধ্য করেছে রোহিতের ব্যাপারে সুর নরম করতে। বিরাটের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার কথা অজিঙ্ক রাহানের।

পাশাপাশি, টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে ইশান্ত শর্মারও। জানা গিয়েছে, আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন চলছে তাঁর। ম্যাচ ফিটনেস ফিরে পেলেই তাঁকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হবে। ঋদ্ধিমান সাহার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে। কারণ, ঋদ্ধি শুধুমাত্র টেস্ট দলেই রয়েছেন। আর টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। ফলে নির্বাচকদের হাতে এবং ঋদ্ধির হাতেও সময় রয়েছে পাঁচ সপ্তাহ।

একইসঙ্গে জানানো হয়েছে, একদিনের দলে বাড়তি উইকেটরক্ষক হিসাবে পাঠানো হচ্ছে সঞ্জু স্যামসনকে। যিনি শুধুমাত্র টি-২০ দলেরই সদস্য ছিলেন। অন্যদিকে, এবারই টি-২০ দলে সুযোগ পাওয়া বরুণ চক্রবর্তী চোটের কারণে বাদ পড়েছেন। তাঁর কাঁধের চোটের এমনই অবস্থা যে তিনি বলই ছুঁড়তে পারছেন না। তাঁর বদলি হিসাবে অস্ট্রেলিয়া যাচ্ছেন টি নটরাজন। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে রীতিমতো নজর কেড়েছেন এই বাঁ-হাতি পেসার। তবে অতিরিক্ত বোলার হিসাবে যাঁদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তাঁদের মধ্যে কমলেশ নাগরকোটি অতিরিক্ত চাপের কারণে সরে গিয়েছেন।

     

বিজ্ঞাপন

Goto Top