• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শচীনের সঙ্গে করমর্দন, স্নান করতে চাননি যুবি

মাস্টার ব্লাস্টারের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সেটা ২০০০ সাল। ভারতীয় দলে সবে সুযোগ পেয়েছেন যুবরাজ সিং। নেপথ্যে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্স। আর সেই সময়ই প্রথম দেখা শচীন তেন্ডুলকরের সঙ্গে। যে ঘটনার স্মৃতি রোমন্থন করে যুবরাজ বলছেন, “ক্লাসে সবসময় পিছনের বেঞ্চে বসতাম। টিম বাসেও পিছনের সিটে বসেছিলাম। তখন আমি, জাহির খান আর বিজয় দাহিয়া দলে একেবারেই নতুন। বাসের মধ্যেই আমাদের সঙ্গে হাত মিলিয়ে গিয়েছিল শচীন। ও নিজের সিটে ফিরে যাওয়ার পর সারা গায়ে নিজের হাতটা বুলিয়েছিলাম। যেন বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। স্নান করতেও চাইনি। শচীন, সৌরভ, দ্রাবিড়, কুম্বলে, শ্রীনাথদের সঙ্গে প্রথমবার একই দলে। মনে হচ্ছিল, কোথায় আছি!“

শচীনকে ‘ভারতীয় ক্রিকেটের মাইকেল জর্ডন’ আখ্যা দিয়ে যুবি বলছেন, “মাঠের বাইরেও ব্যক্তিগত স্তরে শচীনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমার। যখন অসুস্থ ছিলাম তখন ওকে বলেছিলাম, পারফরম্যান্স নিয়ে খুব ভুগছি। খুব পরিশ্রম করছি। শচীন বলেছিল, ঝড়ের আগে সমুদ্র শান্ত হয়ে যায়। যখন প্রয়োজন হবে তখন ঠিকই জ্বলে উঠবে তুমি।“

একইসঙ্গে, আরও একবার জানিয়েছেন, কীভাবে গোটা দল চেয়েছিল শচীনের বর্ণময় কেরিয়ারকে স্মরণীয় করে রাখার জন্য ২০১১ বিশ্বকাপ জিততে।

     

বিজ্ঞাপন

Goto Top