‘রোহিত ৭০% সুস্থ, টেস্ট সিরিজের আগে ফিট হয়ে যাবে ঋদ্ধি’
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবোর্ডের ফিজিও এবং আইপিএল ফ্রাঞ্চাইজির ফিজিওদের মধ্যে মতের সামঞ্জস্য নেই। তার জেরেই ধোঁয়াশা তৈরি হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। মুখ্য নির্বাচক এবং আইপিএল চেয়ারম্যানের বদলে যাবতীয় বক্তব্য রেখে যাচ্ছেন বোর্ড সভাপতি। দিনকয়েক আগে এভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে একের পর এক তোপ দেগেছিলেন দিলীপ বেঙ্গসরকার। পূর্বসুরির সেই সমালোচনারই কি জবাব দিলেন মহারাজ? জল্পনা তেমনই। নেপথ্যে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বোর্ড সভাপতির বক্তব্য।
বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, পুরোপুরি ফিট না হওয়া সত্বেও কেন অস্ট্রেলিয়াগামী দলে রাখা হল ঋদ্ধিমান সাহা এবং রোহিত শর্মাকে? যার ব্যাখ্যা দিতে গিয়ে সৌরভ বলেছেন, “লোকে জানে না যে বিসিসিআই কীভাবে কাজ করে। বোর্ডের ট্রেনার, ফিজিও এবং ঋদ্ধি নিজেও জানে যে ওর হ্যামস্ট্রিং নিয়ে দু’টি সমস্যা রয়েছে। লোকে বোঝে না যে এই চোটের গভীরতা কত বা সারতে কত সময় লাগতে পারে। তাই উল্টোপাল্টা কথা বলে। ঋদ্ধি তো সীমিত ওভারের দলে নেই। টেস্ট সিরিজের আগে ও ফিট হয়ে যাবে। গোটা আইপিএল ধরে দুবাইতে ছিলেন বোর্ডের ট্রেনার এবং ফিজিওরা। ভারতীয় দলের ফিজিও ডাঃ নীতিন পটেল ক্রিকেটারদের চোটের দিকে নজর রাখছেন। ক্রিকেটারদের চোট নিয়ে কারা জানবে? আমরা জানি, ফিজিও জানেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিও জানে।“
ঋদ্ধির মতোই হ্যামস্ট্রিং-এর চোটে ভুগছেন রোহিত শর্মাও। যে প্রসঙ্গে সৌরভ বলছেন, “রোহিত এখন ৭০% ফিট। সেই জন্যই সীমিত ওভারের দলে রাখা হয়নি ওকে। ও নিজেও সেটা জানে। তবে টেস্ট সিরিজের আগে রোহিত সুস্থ হয়ে যাবে। সেই জন্যই টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ওকে। আশা করি, ইশান্ত শর্মাও টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে যাবে।“