• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে

বিসিসিআই এজিএমে আলোচনা ঘরোয়া মরশুম নিয়েও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল ২০২১-এ কি আটটির বদলে ন’টি দল অংশ নেবে? আপাতত সম্ভাবনা তেমনই। জানা গিয়েছে, আগামী মাসেই বসতে চলেছে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, নতুন ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী আহমেদাবাদ। কিন্তু এখন শোনা যাচ্ছে, এজিএমে ভেসে উঠতে পারে দু’টি ফ্র্যাঞ্চাইজির নাম। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পর নিয়মাবলী ঠিক করা হবে আগামী আইপিএলের নিলামের বিষয়ে। শোনা যাচ্ছে, কিছু ফ্র্যাঞ্চাইজি দাবি জানিয়েছে, চারজনের বদলে পাঁচজন বিদেশি খেলোয়াড়কে প্রথম একাদশে খেলানোর অনুমতি দেওয়া হোক। সেই বিষয়েও আলোচনা হতে চলেছে এজিএমে।

তবে বৈঠকের বড় অংশ জুড়ে থাকতে চলেছে ঘরোয়া ক্রিকেটের সূচি নির্ধারণ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। তাতে সরকারি সিলমোহর পড়তে পারে এজিএমে। কোন কোন ঘড়য়া প্রতিযোগিতা এবার আয়োজন করা যাবে, ঠিক কীভাবে গ্রুপ ভাগ করে রঞ্জি ট্রফির ম্যাচ হবে, একই শহরে এক-একটি গ্রুপের সব ম্যাচ আয়োজন করা হবে কি না – এই বিষয়গুলিই আপাতত মাথায় রয়েছে বোর্ডকর্তাদের।

বৈঠকের দিন এখনও স্থির হয়নি। তবে জানা গিয়েছে, আগামী মাসেই বসছে বৈঠক। নিয়ম অনুযায়ী, বৈঠকের অন্তত ২১ দিন আগে তারিখ চূড়ান্ত করে জানাতে হয় সদস্য সংস্থাগুলিকে। কিন্তু এবার অনলাইনেই হবে বৈঠক। ফলে ২১ দিনের সময়সীমা এবার না-ও পেতে পারে সংস্থাগুলি।

     

বিজ্ঞাপন

Goto Top