• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু টিম ইন্ডিয়ার

ক্রিকেটারদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সদ্য শেষ হয়েছে আইপিএল। কিন্তু বিশ্রামের সুযোগ নেই। অস্ট্রেলিয়া পৌঁছেই অনুশীলন শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। সিডনিতে নামার পরেও কোভিড পরীক্ষা হয়েছে দলের সব সদস্যের। সকলেরই ফল নেগেটিভ। আপাতত ১৪ দিন কোয়্যারান্টাইনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। তবে তার মশ্যেও যাতে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেন তার জন্য সিডনি অলিম্পিক পার্কের ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিন হালকা অনুশীলন করেছেন হার্দিক পাণ্ড্য, পৃথ্বী শ’, কুলদীপ যাদব, হনুমা বিহারী, মহম্মদ সিরাজরা। রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, উমেশ যাদব, দীপক চাহর, শার্দুল ঠাকুররা গা ঘামিয়েছেন জিমে।

উল্লেখ্য, একদিনের সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর। যার প্রথম ম্যাচ ২৭ নভেম্বর সিডনিতে।

এদিকে, সফরের প্রথম বল পড়ার আগেই চিরাচরিত বাগযুদ্ধের খেলা শুরু করে দিয়েছেন অজি ক্রিকেটাররা। স্টিভ স্মিথ যেমন খোলাখুলিই জানিয়েছেন, ভারতীয় পেসাররা যে শর্ট বল বেশি করে ব্যবহার করবেন সে সম্পর্কে তিনি ওয়াকিবহাল। মোকাবিলা করার জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

     

বিজ্ঞাপন

Goto Top