নোটিশ পাঠাবেন বোর্ডকে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপুদুচেরিতে সরকারি জমি বেদখল করে স্টেডিয়াম বানানোর অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার নামে। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর নির্দেশে ওই জমিতে স্টেডিয়াম বানানো আপাতত বন্ধ হয়েছে। জানা গিয়েছে, খুব শিগগিরই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিশ পাঠাবেন। অভিযোগ উঠেছে, ৪৫ একর সরকারি জমি বেদখল করে যে স্টেডিয়াম হচ্ছিল তাতে অজস্র ক্যাসুরিনা গাছ কাটা পড়েছে। এমনকি জলাশয়ের ওপর রাস্তা তৈরি থেকে কূপ খনন করে ভৌম জল তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ ওঠে আরটিআই মারফত। যা ওই এলাকায় জলসঙ্কট ঘটাতে পারে। এরই ফল হিসেবে কিরণ বেদী এই ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট কোম্পানী অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তাঁরা কোনও বেআইনি দখল করেননি। ওই জমি পুদুচেরির ক্রিকেট সংস্থারই অধিকারে ছিল। পুদুচেরির ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোথাও কোনও বেদখল হয়নি। তাঁরা তিন একর জমি সবুজ মাঠ রাখার প্রতিশ্রুতি দিয়ে ওই মাঠে স্টেডিয়াম বানানোর অনুমতি পেয়েছেন। এমনকি কূপ খননের অনুমতি আছে। যদিও ভৌম জল তুলে নেওয়া নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।
ইতিমধ্যেই কিরণ বেদী নির্দেশ দিয়েছেন, এই বেদখল বন্ধ করে কাজ শুরু করার আগে আয়কর, বিদ্যুৎ, বিজ্ঞান ও পরিবেশ, প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন সরকারি বোর্ড আগে সবকিছু মিলিয়ে দেখে রিপোর্ট দেবে। তারপর সন্তোষজনক পরিস্থিতি হলে তবেই স্টেডিয়াম হবে। আপাতত স্টেডিয়ামের ভবিষ্যৎ বিশ বাঁও জলে।