বেশি রান শারজাতেই
সুমিত গঙ্গোপাধ্যায়পাঁচ দিন আগেই শেষ হয়েছে, করোনা আক্রান্ত বিশ্বে অন্যতম বৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা, আইপিএল। মধ্য এশিয়ার মরু শহরে আট দলের মধ্যে ৬০ খানা ম্যাচ খেলার পরে আবার জয়ী হল মুম্বই ইন্ডিয়ান। চলুন দেখে নেওয়া যাক, একঝলকে এ বারের আইপিএল পরিসংখ্যান। তবে প্রথাগত ভাবে নয়, একটু অন্যরকম স্বাদের।
এবারের আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে আছেন কে এল রাহুল। গতবার তিনি দ্বিতীয় ছিলেন। তিনি ৫৫.৮৩ গড়ে ৬৭০ করলেও তাঁর স্ট্রাইকরেট আহামরি নয়। ১২৯.৫৯। শিখর ধাওয়ান ৪৪.১৪ গড়ে ৬১৮ করেছেন তুলনামূলক ভাবে বেশি স্ট্রাইকরেট নিয়ে (১৪৪.৭৩)। উল্লেখ করা যায়, গত আই পি এলে ৬০০+ একজনই করেছিলেন।
এবারের আই পি এলে মোট ১৫ জন ৪০০ রানের বেশি করেছেন। যাঁর ৭ জনেরই স্ট্রাইকরেট ছিল ১৪০ এর বেশি, যেখানে গতবার ৪০০ রানের বেশি করেন ১৪ জন, যার মধ্যে ৫ জন ৫০০ রানের বেশি, এবার এই সংখ্যা ৬ জন।
এবারের আইপিএলে ২০০ রানের বেশি ইনিংস হয়েছে ১৩ টি, যার মধ্যে শারজাতে ৭ বার। ১৮০ রানের গন্ডি (২০০ ধরে) ইনিংসে কোনো দল টপকিয়েছে মোট ২৮বার। এরমধ্যে ১২ বার এই ঘটনা আবুধাবির মাঠে ঘটেছে। মোট ৩৬ বার রান সংখ্যা ১৭৫ এর বেড়া ডিঙিয়েছে। গতবারের বারের আইপিএলে এই সংখ্যা ছিল ৪১ বার। যদিও ২০০ রান গতবার কম উঠেছিল (১১ বার) কিন্তু ১৮০ এর বেশি রান হয়েছিল ২২ বার।
এবারে একশোর কম ইনিংস একটাই কিন্তু সেটায় অলআউট হয়নি দল। গতবার সবকটি ১০০ এর ইনিংসে দল অলআউট হয়, সংখ্যা ছিল তিন।
গতবারের তুলনায় শতরান (৬) এবার কম (৫) হয়েছে।
বোলিং এর ক্ষেত্রে বলা যায় এইবার বোলিং তুলনামূলক ভাবে ভাল হয়েছে। ৮ জন বোলার ২০ বা তার বেশি উইকেট পেয়েছেন, তিনজন ২৫ টি উইকেট পেয়েছেন, একজন ৩০টি । সর্বোচ্চ উইকেট ৩০- কাসিগো রাবাদা। ১৫ উইকেট নিয়েছেন ১২ জন, যার মধ্যে ৬ জন ভারতীয়। গতবার ১৫ উইকেট ১৩ জন পেলেও মাত্র ৪ জন ২০টি করে উইকেট পান, দুইজন এর মধ্যে ২৫ উইকেট।
সবমিলিয়ে বলা চলে যে এবারের আইপিএল তুলনা মূলক ভাবে অনেক বেশি স্পোর্টিং হয়েছে।