• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অর্জুনের দাম উঠল পাঁচ লাখ!

মুম্বই টি-২০ লিগে নজর জুনিয়র তেন্ডুলকরের দিকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

নিলামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে অর্জুন তেন্ডুলকরের দাম উঠল পাঁচ লাখ টাকা। মুম্বই টি-২০ লিগের দ্বিতীয় মরশুমে সচিন-তনয় খেলবেন আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্ট সাবার্বের জার্সি গায়ে। শনিবার অলরাউন্ডারদের বিভাগে ১ লাখ টাকা বেস প্রাইসে অর্জুনের দর হাঁকা শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। সেই দর পাঁচ লাখে নিয়ে যায় নর্থ মুম্বই প্যান্থার্স। শেষমেশ ‘অপরচুনিটি টু ম্যাচ’-এর সুযোগ কাজে লাগিয়ে জুনিয়র তেন্ডুলকরকে দলে পায় আকাশ টাইগার্স।

প্রসঙ্গত, আট দলের এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন। যে লিগে এবার খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ’, ধবল কুলকার্নি, সূর্যকুমার যাদব, আদিত্য তারে, সরফরাজ খানের মতো খেলোয়াড়েরা। ১৪ মে এবারের প্রতিযোগিতা শুরু হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

     

বিজ্ঞাপন

Goto Top