• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় বিরাটদের থ্রোডাউন করাবেন কোলাঘাটের দয়ানন্দ

পূর্ব মেদিনীপুর থেকে টিম ইন্ডিয়ার অন্দরমহলে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অশোক দিন্দার পরে দয়ানন্দ গরানি।পূর্ব মেদিনীপুর থেকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে দয়ানন্দ অবশ্য ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বিরাট কোহলিদের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাননি, থ্রোডাউন  স্পেশালিস্ট ও ম্যাসিওর হিসেবে বিরাটদের সঙ্গে গিয়েছেন তিনি।ডনের দেশে বিরাট, রাহুলদের ১৪০ কিলোমিটার গতিতে থ্রোডাউন প্র্যাকটিস দিয়ে সাহায্য করবেন কোলাঘাটের জামাতিয়ার দরিদ্র কৃষক পরিবারের সন্তান দয়ানন্দ। সিনিয়র থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র (রঘু) কোভিড পজিটিভ হওয়ার জন্য সিনিয়র ভারতীয় দলে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন দয়ানন্দ।চলতি বছর আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের সঙ্গে ছিলেন তিনি।মরুশহরে ক্রিস গেইল, কেএল রাহুলদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন দয়ানন্দ।

একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন।২০্১৩ সা্লে কলকাতা পুলিশের হয়ে সিএবি লিগের প্রথম ডিভিশনে খেলতেন।সঙ্গে ছিল গ্রিন পুলিশের চাকরি।পুলিশের এক বড় কর্তা দয়ানন্দকে বলেছিলেন,ফিটনেন্স ট্রেনিং ও ম্যাসিওর কোর্সটা করে নিতে।সেই পরামর্শ মেনেই সাফল্য পেয়েছেন।একসময় ময়দানে ক্লাব ক্রিকেট খেলতে আসার জন্য কোলাঘাট থেকে কলকাতাগামী বাসের টিকিট কাটার পয়সা ছিল না।শহরের রাস্তায় দাঁড়িয়েও টাফ্রিক সিগনাল সামলেছেন। তারপরেও টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে দয়ানন্দকে।

     

বিজ্ঞাপন

Goto Top