• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সোশ্যাল মিডিয়ায় বিরাটকে নজিরবিহীন আক্রমণ

হিন্দুদের ধর্মগুরু নন আপনি, বলছে তারা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনার জন্য এবারের দীপাবলিতে আতশবাজি ফাটানোর ব্যাপারে সরকার কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই  নির্দেশ মানার জন্য জনতার কাছে আবেদন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।একটা বছর দেশবাসীকে বাজি না পোড়ানোর জন্য আবেদন করেছিলেন তিনি।কিন্তু কোহলির সেই আর্জি পছন্দ হয়নি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।তারা বিরাটকে ট্রোল করেছেন।

একজন লিখেছেন, ‍‘আপনি ক্রিকেটার।আমরাই আপনাকে ভালোবাসা,পরিচিতি সম্মানে ভরিয়ে দিয়েছি।তাই বলে আপনি কখনই ভাববেন না আপনি হিন্দুদের সামাজিক বা ধর্মীয় গুরু।অকারণ ঞ্জান দেবেন না।’

     

বিজ্ঞাপন

Goto Top