• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নির্বাচক হওয়ার দৌড়ে চেতন, আগরকর, মনিন্দর, শিবসুন্দর

জুনিয়র দলের নির্বাচক হতে পারেন রণদেব; সিনিয়র নির্বাচক প্যানেলে আসতে পারেন দেবাশিস মোহান্তি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মেয়াদ ফুরিয়েছে তিন জাতীয় নির্বাচকের। তাঁদের জায়গায় আসতে চলেছেন তিন নতুন নির্বাচক। জানা গিয়েছে, নির্বাচক হওয়ার জন্য আগ্রহ দেখিয়ে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন চেতন শর্মা, অজিত আগরকর, মনিন্দর সিং এবং শিবসুন্দর দাস। যদি আগরকর নির্বাচকদের প্যানেলে আসেন তাহলে সুনীল জোশীকে সরিয়ে তিনিই হতে পারেন মুখ্য নির্বাচক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আগরকরের অভিজ্ঞতা অনেক বেশি।

ধোঁয়াশা তৈরি হয়েছে অঞ্চলভিত্তিক নির্বাচক নিয়ে। আগের নিয়ম অনুযায়ী, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল – এই পাঁচ অঞ্চলের প্রতিনিধিত্ব করতেন পাঁচ নির্বাচক। কিন্তু বিসিসিআই-এর নতুন সংবিধানে অঞ্চলভিত্তিক নির্বাচকের উল্লেখ নেই। পাঁচ যোগ্য ব্যক্তিকে অঞ্চল নির্বিশেষে নির্বাচকের দায়ত্ব দেওয়া যেতে পারে। তবে যে দুই নির্বাচকের মেয়াদ এখনও বহাল রয়েছে সেই সুনীল জোশী এবং হরবিন্দর সিং দুই ভিন্ন অঞ্চল থেকেই রয়েছেন। বাকি নির্বাচকদের ক্ষেত্রে কী নীতি নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

প্রশ্ন থাকছে চেতন শর্মাকে নিয়েও। কারণ, নিজের ক্রিকেট কেরিয়ারে দুই অঞ্চলের হয়ে খেলেছেন চেতন। যার মধ্যে বাংলার জার্সি গায়েও খেলেছেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিককারী। সেক্ষেত্রে চেতন যদি পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেন তাহলে শিবসুন্দর সুযোগ পাবেন কি না তা নিয়ে সন্দেহ থাকছে।

শোনা যাচ্ছে, জাতীয় নির্বাচক হওয়ার জন্য মনোনয়ন জমা করেছেন রণদেব বসুও। আবার বোর্ডের একাংশ চাইছে, জুনিয়র নির্বাচক প্যানেল থেকে দেবাশিস মোহান্তিকে সিনিয়র নির্বাচক প্যানেলে নিয়ে আসতে। সেক্ষেত্রে জুনিয়র নির্বাচক প্যানেলে জায়গা পেতে পারেন রণদেব।

     

বিজ্ঞাপন

Goto Top