রঞ্জির আগেই হতে পারে মুস্তাক আলি, প্রস্তুতি নিচ্ছে সিএবি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৪২ জন ‘মার্কি’ ক্রিকেটারকে। এছাড়া, গত মরশুমে ভালো পারফর্ম করা আরও ১৯৯ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে। সেই তালিকা থেকে ক্রিকেটার নিয়েই দল গড়তে হবে প্রতিযোগী দলগুলিকে। মোট ছ’টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। দলগুলি হল মোহনবাগান, কালীঘাট, টাউন, কাস্টমস, তপন মেমোরিয়াল ও ইস্টবেঙ্গল। আসন্ন প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরী হয়েছে।
নিয়ম অনুযায়ী, ৪২ জন মার্কি খেলোয়াড়ের মধ্যে সাতজনকে নিতে পারবে প্রতিটি দল। ১৯৯ জন খেলোয়াড়ের তালিকা থেকে গড়তে হবে বাকি দল। গত মরশুমের আটজন খেলোয়াড়কে দলে রাখতে পারবে প্রতিটি দল।
মোহনবাগান থেকে ১১ জন মার্কি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন আকাশ দীপ, অনুষ্টুপ মজুমদার, জয়জিত বসু, নীলকান্ত দাস, মনোজ তিওয়ারি, সায়ন ঘোষ, সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক সিং, রাজকুমার পাল, দেবব্রত দাস এবং অয়ন ভট্টাচার্য। ইস্টবেঙ্গল থেকে নির্বাচিত আট মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছেন অভিষেক রমন, অর্ণব নন্দী, বি অমিত, অভিমন্যু ঈশ্বরন, আমির গনি, শ্রীবৎস গোস্বামী, রবিকান্ত সিং এবং প্রদীপ্ত প্রামানিক। বড়িষা থেকেও নির্বাচিত হয়েছেন আট মার্কি ক্রিকেটার। এঁরা হলেন অভিষেক পোড়েল, চিরাগ পাঠক, মুকেশ কুমার, প্রয়াস রায় বর্মন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামী, কাজী জুনাইদ সইফি ও করণ লাল। কালীঘাট থেকে নির্বাচিত হয়েছেন কৌশিক ঘোষ, সুমন চট্টোপাধ্যায় এবং সুমন সরকার। অভিষেক দাস, অগ্নিভ পান ও সন্দীপন দাস নির্বাচিত হয়েছেন ভবানীপুর থেকে। টাউন থেকে সুযোগ পেয়েছেন অরিত্র চট্টোপাধ্যায় ও মহম্মদ কাইফ। এছাড়া, নেতাজী সুভাষ থেকে দীপাঞ্জন মুখোপাধ্যায়, ঐক্য সম্মিলনী থেকে মির্জা দানিশ আলম, তপন মেমোরিয়াল থেকে শাহবাজ আহমেদ, খিদিরপুর থেকে গোলাম মুস্তাফা, কাস্টমস থেকে শ্রেয়ান চক্রবর্তী, শ্যামবাজার থেকে মিথিলেশ দাস এবং এরিয়ান থেকে সুমিত মোহন্ত জায়গা পেয়েছেন মার্কি ক্রিকেটারদের তালিকায়।
ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য শহরের দু’টি পাঁচতারা হোটেলে মোট ৮০ টি ঘর বুক করেছে। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা তো বটেই, এমনকী যে হোটেলকর্মীরা তাঁদের দেখভালের দায়িত্বে থাকবেন তাঁদেরও রাখা হবে জৈব সুরক্ষাবলয়ে।
প্রসঙ্গত, কিছুদিন আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ১ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। কিন্তু এখন শোনা যাচ্ছে, রঞ্জির আগে আয়োজিত হতে পারে সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা। কারণ, সামনেই আইপিএল ২০২১-এর নিলাম। তার আগে ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম করার মঞ্চ দিতে চাইছে বোর্ড। বেশকিছু ফ্র্যাঞ্চাইজিও চাইছে, দলে কিছু টি-২০ বিশেষজ্ঞ ভারতীয় ক্রিকেটারকে নিতে। এই পরিস্থতিতে বাংলার ক্রিকেটকর্তারাও চাইছেন রাজ্যের ক্রিকেটারদের জন্য যথাযথ প্রস্তুতির ব্যবস্থা করতে। বোর্ডের একদল কর্মকর্তা চাইছেন, মুস্তাক আলির ম্যাচগুলি কয়েকটি শহরেই সীমাবদ্ধ রাখতে। সেক্ষেত্রে, সিএবি-সহ দশটি রাজ্য সংস্থার সঙ্গে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করতে চান তাঁরা। তাই বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ আয়োজনের মাধ্যমে জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নিতে চাইছেন সিএবি কর্তারা।