পিএসএলে ব্যাট করতে নামলেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরে!
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসদ্যসমাপ্ত আইপিএলে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। কিন্তু ম্যাচে সুযোগ পাননি। দুবাই থেকে করাচি উড়ে গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলবেন বলে। কিন্তু করাচি বিমানবন্দরে নেমেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ট্র্যাক জ্যাকেট পরেই। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড।
এবার সেখান থেকে আরও একধাপ এগিয়ে গেলেন গায়ানার ক্রিকেটারটি। পিএসএল-এর প্রথম কোয়ালিফায়ারে তিনি ব্যাট করতে নেমে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নীল-সোনালি গ্লাভস পরেই! যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঠাট্টা-মশকরা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, নরেন্দ্র মোদী বা ইমরান খান নন, ভারত-পাক মৈত্রীর বিষয়ে উদ্যোগ নিয়েছেন রাদারফোর্ডই।