• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পুজারাকে হুঁশিয়ারি ম্যাকগ্রার

সিরিজ জিতবে ভারতই, দাবি পুজারার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিরাট কোহলিদের আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে বাগযুদ্ধে নেমে পড়লেন গ্লেন ম্যাকগ্রাও। প্রাক্তন অজি পেসারের মতে, গত সফরে সফল চেতেশ্বর পুজারা (তিনটি শতরান-সহ ৫৭১ রান) এবার সমস্যায় পড়তে পারেন। কারণ, গত দশ মাস কোনও ম্যাচ প্র্যাকটিস নেই তাঁর

প্রসঙ্গত, ভারতীয় দলে টেস্ট বিশেষজ্ঞদের অন্যতম পুজারা। সিরিজের শেষ তিন টেস্টে বিরাট কোহলি থাকছেন না। সেক্ষেত্রে মিডল অর্ডারে অনেক বেশি দায়িত্ব বর্তাবে সৌরাষ্ট্রের ব্যাটসম্যানের উপর। এছাড়াও, সিরিজের প্রথম টেস্ট হবে দি-রাতের। এখনও পর্যন্ত গোলাপি বলে একটিই টেস্ট খেলেছে ভারত। তাও দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু অতীতে অ্যাডিলেডে গোলাপি বল যেরকম সুইং করেছে তা যে কোনও ব্যাটসম্যানকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে।

ম্যাকগ্রা অবশ্য পিচ নিয়ে অভয় দিচ্ছেন টিম ইন্ডিয়াকে। বলছেন, “অস্ট্রেলিয়ার পিচ আর আগের মতো নেই। এখন বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের জন্যও যথেষ্ট সাহায্য মজুত থাকে।“ অতীতে বাউন্ডারির দড়িও থাকত না অস্ট্রেলিয়ায়। কিন্তু এখন তা থাকায় বাউন্ডারি পাওয়াও ব্যাটসম্যানদের পক্ষে আগের থেকে অনেক সহজ হয়েছে।

ভারতের বোলিং আক্রমণেরও প্রশংসা করেছেন পিজন। বলছেন, “বুমরা অনবদ্য বোলারশামির গতির পাশাপাশি নিয়ন্ত্রণভালো আর উমেশ যাদবের বলে যথেষ্ট গতি রয়েছে। ফলে ভারত ভালো লড়াই দেবে। কিন্তু স্টার্ক, হ্যাজলউড, প্যাট কামিন্সদের নিয়ে গড়া বোলিং আক্রমণ এই মুহূর্তে পৃথিবীর সেরা ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে।“

ম্যাকগ্রাকে পাল্টা দিয়েছেন পুজারাও। তাঁর দাবি, এবারসিরিজ ভারতই জিতবে। যদিও গত রঞ্জি ফাইনালের পরে তিনি একটিও ম্যাচ খেলেননি তবে সিরিজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিয়েছেন দুবাইতে। সীমিত ওভারের সিরিজ চলাকালীনও প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top