অন্য দলে মোহনবাগানের সাত ক্রিকেটার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঘোষণা হল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের দলগুলির মূল তালিকা। ছ’টি দলে মোট ৯০ জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে। এর মধ্যে ৪২ জন মার্কি ক্রিকেটার। বাকি ৪৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন সিএবি-র তৈরি ১৯৯ জন ক্রিকেটারের পুল থেকে। প্রথম ডিভিশন ‘এ’ গ্রুপের প্রথম চারটি ও ‘বি’ গ্রুপের প্রথম দু’টি দল খেলবে এই প্রতিযোগিতায়। মার্কি ক্রিকেটারদের প্রায় এক-তৃতীয়াংশ মোহনবাগানের খেলোয়াড়। তাই স্থানীয় ক্রিকেটে মোহনবাগানের হয়ে খেলা সাত ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন অন্য দলের হয়ে।
নির্বাচিত দলগুলি হলঃ
মোহনবাগানঃ মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, দেবব্রত দাস, বিবেক সিং, রাজকুমার পাল, আকাশ দীপ, ঋত্বিক চট্টোপাধ্যায়, অঙ্কুর পাল, শিবম শর্মা, সৌরভ সিং, প্রিন্স যাদব, অনুরাগ তিওয়ারি, সন্দীপন দাস (জুনিয়র) ও সুরজ সিন্ধু জয়সওয়াল।
কালীঘাটঃ শুভম চট্টোপাধ্যায়, শুভম সরকার, প্রীতম চক্রবর্তী, অমিত কুইল্লা, অমিত বন্দ্যোপাধ্যায়, জয়জিত বসু, সুদীপ চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, মিথিলেশ দাস, আমির গনি, সাত্যকি দত্ত, অভিষেক বসু, সৌরভ মণ্ডল, শুভ্রজিত দাস, প্রিনান দত্ত।
টাউন ক্লাবঃ অরিত্র চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, অনন্ত সাহা, অভিজিৎ সিং, পুরব জোশী, গীতিময় বসু, আজাজ আনসারী, অরিক্ত দাস, সুদীপ ঘরামী, মির্জা দানিশ আলম, অয়ন ভট্টাচার্য, গোলাম মুস্তাফা, কাজী জুনাইদ সইফি, পঙ্কজ সাউ, নাভেদ আহমেদ।
তপন মেমোরিয়ালঃ শাহবাজ আহমেদ, রমেশ প্রসাদ, কাইফ আহমেদ, গৌরব চৌহান, সৌরভ চন্দ্র, হাবিব গান্ধী, রোশন সিং, দেবপ্রতীম হালদার, কৌশিক ঘোষ, সন্দীপন দাস (সিনিয়র), প্রয়াস রায় বর্মন, নীলকণ্ঠ দাস, সুমিত মোহন্ত, অভিষেক পোড়েল, তরুণ গোদাড়া।
ক্যালকাটা কাস্টমসঃ শ্রেয়ান চক্রবর্তী, দীপ চট্টোপাধ্যায়, বাপি মান্না, শুভঙ্কর বল, অভিষেক দাস, চিরাগ পাঠক, সুমন্ত গুপ্ত, করণ লাল, অগ্নিভ পান, রবিকান্ত সিং, প্রসেনজিৎ দাস, অর্জুন কুমার, কুনাল কুমার, অর্ক সরকার, অভিলাষ সেমওয়াল।
ইস্টবেঙ্গলঃ অভিমন্যু ঈশ্বরন, অভিষেক রমন, শ্রীবৎস গোস্বামী, বদুপল্লী অমিত, অর্ণব নন্দী, সায়নশেখর মন্ডল, কনিষ্ক শেঠ, আকাশ পাণ্ডে, দীপাঞ্জন মুখোপাধ্যায়, মুকেশ কুমার, অরিন্দম ঘোষ, অনুভব আহুজা, রাজু হালদার, দুর্গেশ দুবে, সুজিত যাদব।