• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যক্তিত্ব নেই গম্ভীরেরঃ আফ্রিদি; আফ্রিদিকে মনোবিদের কাছে নিয়ে যাবঃ গম্ভীর

২০০৭-এর কানপুর ম্যাচের ছায়া পাক অলরাউন্ডারের আত্মজীবনীতেও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তাঁর আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকেই একের পর এক বিতর্কের ঝড় তুলছেন শাহিদ আফ্রিদি। তা কাশ্মীর নিয়েই হোক বা নিজের প্রকৃত বয়স। এবার তাঁর আক্রমণের নিশানা গৌতম গম্ভীর। চলতি বছরে বিজেপি-র হয়ে নির্বাচনে লড়তে গিয়ে যিনি আপাতত দাঁড়ি টেনেছেন নিজের ক্রিকেট কেরিয়ারে।

“কিছু প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত, কিছু পেশাগত। এখানেই গৌতম গম্ভীরের কথা আসে। উফ গৌতম! ও আর ওর অ্যাটিটিউডের সমস্যা। ওর কোনও ব্যক্তিত্বই নেই। ক্রিকেটের মট মোহন খেলায় এক সাধারণ চরিত্র। কোনও রেকর্ড না থাকা সত্ত্বেও ওর প্রবল অ্যাটিটিউড। এই ধরণের ছেলেদের আমরা ‘সারিয়াল’ বলে ডাকি। অর্থাৎ, যারা অকারণে রেগে যায়। আমার ইতিবাচক মানুষদের ভালো লাগে। সে তারা আক্রমণাত্মক বা প্রতিদ্বন্দ্বিতামূলক, যাই হোক না কেন। কিন্তু গম্ভীর একেবারেই ইতিবাচক নয়”, এভাবেই আত্মজীবনীতে গম্ভীরকে বিস্ফোরক মেজাজে বিঁধেছেন প্রাক্তন পাক অলরাউন্ডার। যার জবাবে টুইটারে গোতি লিখেছেন, “শাহিদ আফ্রিদি, তুমি এক দারুণ মজাদার মানুষ! যাই হোক, চিকিৎসার জন্য পাকিস্তানিদের এখনও ভিসা দিচ্ছি আমরা। আমি নিজে তোমাকে মনোবিদের কাছে নিয়ে যাব।“

উল্লেখ্য, ২০০৭ সালে কানপুরে ভারত-পাক ম্যাচে আফ্রিদি-গোতির বৈরিতার সূত্রপাত। যখন দু’জনেই আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। যে প্রসঙ্গে আফ্রিদি কিছুটা হালকা মেজাজেই লিখেছেন, “২০০৭ এশিয়া কাপের ওই ম্যাচে একটা রান নিতে গিয়ে সোজা এসে আমাকে ধাক্কা মেরেছিল গম্ভীর। হয় আম্পায়ারদের নাহয় আমাকে ব্যাপারটা শেষ করতে হত। একে অপরের মহিলা আত্মীয়দের নিয়ে খোলামেলা আলোচনা হয়েছিল আমাদের মধ্যে।“

     

বিজ্ঞাপন

Goto Top