ক্রীড়াসূচি ঘোষণা ইসিবি-র; অপেক্ষা আইসিসি-র অনুমোদনের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী গ্রীষ্মে ইংল্যান্ড নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। এছাড়া, পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ইয়ন মর্গ্যানরা। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড। একই সময়ে ইংল্যান্ডের মেয়েরা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। বুধবার এমনই জানিয়েছে ইসিবি।
জানানো হয়েছে সিরিজের দিনক্ষণও। আগামী বছরের ৪-৮ আগস্ট সিরিজের প্রথম টেস্ট ট্রেন্টব্রিজে। ১২ থেকে ১৬ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে। ২৫ থেকে ২৯ আগস্ট সিরিজের পরবর্তী টেস্ট আয়োজত হবে হেডিংলেতে। ২-৬ সেপ্টেম্বর চতুর্থ টেস্ট ওভালে। সিরিজের শেষ টেস্ট ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে।
আগামী বছরের মাঝামাঝি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা লর্ডসে। তাই আপাতত আইসিসি-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইসিবি। শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে সিরিজে মাঠে দর্শকদের ঢোকার অনুমতি দিতে পারে ইসিবি। তবে সবটাই নির্ভর করছে আগামী কয়েক মাসে করোনা পরিস্থিতি কোনদিকে গড়ায় তার উপর।
উল্লেখ্য, ২০১৮ সিরিজে ইংল্যান্ডে ১-৪ হেরেছিলেন বিরাট কোহলিরা। আগামী সিরিজে সেই হারের বদলা নিতে মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া।