• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নেটে ফিরলেন ঋদ্ধিমান, অনুশীলনে ইশান্তও

শামি-বুমরাকে নিয়ে নতুন পরিকল্পনা টিম ইন্ডিয়ার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

“টেস্ট সিরিজের আগে ফিট হয়ে যাবে ঋদ্ধি।“ দিনকয়েক আগে এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার সেই কথা সত্যি করার দিকে একধাপ এগিয়ে গেলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। হ্যামস্ট্রিং-এর চোট কাটিয়ে বুধবারই নেমে পড়লেন নেটে। প্রথম দিনের অনুশীলনে যথেষ্টই স্বচ্ছন্দ লেগেছে ঋদ্ধিকে। বিসিসিআই-এর টুইটার হ্যান্ডলে ঋদ্ধির অনুশীলনের ভিডিও টুইটও করা হয়েহে। যদিও ম্যাচফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে তাঁর।

পাশাপাশি, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়লেন ইশান্ত শর্মাও। আইপিএল চলাকালীন পেটের পেশি ছিঁড়েছিল দিল্লির পেসারের। তবে বধবার নেটে বল করেছে তিনি। টিম ইন্ডিয়ার অভিজ্ঞতম পেসারের ফিটনেস খতিয়ে দেখেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এবং মুখ্য নির্বাচক সুনীল জোশী। ইশান্তের ফিটনেসে সন্তুষ্ট তাঁরা। স্ট্রেচিং এবং ফিল্ডিং অনুশীলনও করেছেন ইশান্ত। জ্যামির ধারণা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই পুরো ফিট হয়ে যাবেন ইশান্ত।

তবে টেস্ট সিরিজের আগে ইশান্ত যদি ফিট না হতে পারেন তাহলে টেস্ট সিরিজে অনেক বেশি চাপ পড়বে জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামির উপর। যার জেরে টিম ম্যানেজমেন্ট চাইছে সীমিত ওভারের সিরিজে বুমরা এবং শামিকে রোটেট করে খেলাতে। এমনিতেও ১২ দিনের মধ্যে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের। যা শামি-বুমরাকে টেস্ট সিরিজের আগে ক্লান্ত করে দিতে পারে। তাছাড়া, ৬ থেকে ৮ ডিসেম্বর লাল বলে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। আবার ৬ এবং ৮ ডিসেম্বর টি-২০ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ। কোহলিরা চাইছেন, শামি এবং বুমরা সেই ম্যাচে খেলে নিজেদের ঝালিয়ে নিন। এছাড়া, ১১ থেকে ১৩ ডিসেম্বর গোলাপি বলেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। যেখানে টেস্টের প্রথম একাদশের সব ক্রিকেটারের অংশ নেওয়ার কথা।

নেটে শামি মূলত লাল এবং গোলাপি বলেই অনুশীলন করছেন। যা থেকে বিশেষজ্ঞ মহলের ধারণা, সীমিত ওভারের সিরিজে পেস বিভাগের দায়িত্ব অনেকটাই থাকবে দীপক চাহর এবং টি নটরাজনের কাঁধে।

     

বিজ্ঞাপন

Goto Top