আইসিসি দুর্নীতিদমন শাখার কাছে তথ্য গোপনের জের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কশ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার নুয়ান জয়সাকে আইসিসি দুর্নীতিদমন শাখা অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। অভিযোগ, ২০১৭ সালে একটি টি-১০ প্রতিযোগিতা চলাকালীন বুকিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। কিন্তু তা সম্পর্কে আইসিসি-কে জানাননি তিনি। তার জেরেই ২০১৮ সালে অভিযুক্ত করা হয়েছিল জয়সাকে। আইসিসি-র দুর্নীতিদমন শাখা ২.১.১,২.১.৪ ও ২.৪.৪ ধারায় অভিযুক্ত করেছে ৪২ বছর বয়সী জয়সাকে। সেই অভিযোগের ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে তাঁকে।