• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বহিষ্কৃত জয়সা

আইসিসি দুর্নীতিদমন শাখার কাছে তথ্য গোপনের জের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার নুয়ান জয়সাকে আইসিসি দুর্নীতিদমন শাখা অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে অভিযোগ, ২০১৭ সালে একটি টি-১০ প্রতিযোগিতা চলাকালীন বুকিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। কিন্তু তা সম্পর্কে আইসিসি-কে জানাননি তিনি। তার জেরেই ২০১৮ সালে অভিযুক্ত করা হয়েছিল জয়সাকে। আইসিসি-র দুর্নীতিদমন শাখা ২.১.১,২.১.৪ ও ২.৪.৪ ধারায় অভিযুক্ত করেছে ৪২ বছর বয়সী জয়সাকে সেই অভিযোগের ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে তাঁকে।

     

বিজ্ঞাপন

Goto Top