হাসপাতাল ভর্তি প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন কোভিডে আক্রান্ত। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর গলার সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছিল। তার জেরে চিকিৎসকরা হাবিবুলকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। যদিও বৃহস্পতিবার হাবিবুল জানিয়েছেন, গলা ব্যথা, জ্বর বা অন্যান্য শারীরিক সমস্যা নেই তাঁর। আশা করছেন, শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছিল। তার কিছুদিন আগেও নির্বাচনী বৈঠক করেছেন হাবিবুল। দ্রুতই তিনি আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক।