‘প্রেরণা পাবে অন্য খেলাগুলিও’
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা অতিমারীর জেরে শিকেয় উঠেছিল খেলাধুলো। কিন্তু সফল আইপিএল আয়োজনের মাধ্যমে ক্রিকেটকে তার পুরোনো জায়গায় ফিরিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই অভিজ্ঞতাই তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে আইএসএলের আগে। এটিকে মোহনবাগানের অন্যতম মালিকের মত, করোনার ভয় জয় করে মানুষকে স্বাভাবিক ছন্দে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আসন্ন আইএসএল।
রাত পোহালেই মাঠে নামবে এটিকে মোহনবাগান। এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। যে ম্যাচের আগে সৌরভ বলছেন, “লকডাউনের পরে আইপিএলেই প্রথম মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাপারটা অত্যন্ত ইতিবাচক। কারণ, আমাদের স্বাভাবিক জীবনে ফিরতেই হবে। করোনার ভয়কে দূরে সরাতে হবে।“
সৌরভের আশা, যেভাবে আরব মুলুকে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে সফলভাবে আইপিএল আয়োজিত হয়েছে, সেভাবেই গোয়াতেও সফলভাবে সম্পন্ন হবে আইএসএল। এরপরে অন্য খেলাগুলির সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরাও আত্মবিশ্বাস নিয়ে নিজেদের খেলায় ফিরতে পারবেন।