টেস্ট সিরিজে ভারতকে ভোগাবে কিং কোহলির অনুপস্থিতি, বলছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআর মাত্র চার সপ্তাহ। তারপরেই তাঁর নামাঙ্কিত ট্রফি জিতে নিতে ঝাঁপাবে ভারত এবং অস্ট্রেলিয়া। কিন্তু অ্যালান বর্ডার আপাতত মজে রয়েছেন বিরাট কোহলিতে। বলছেন, “আমি অধিনায়ক থাকলে অবশ্যই দলে বিরাটকে চাইতাম।“
তবে বর্ডার-গাভাসকর সিরিজে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকেই। যার নেপথ্যে রয়েছে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সদের নিয়ে গড়া পেস আক্রমণ। যা এই মুহূর্তে বিশ্বী অন্যতম সেরা। সঙ্গে থাকছে ন্যাথান লিয়ঁর অফস্পিন। তাছাড়া, এবার ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তাদের পূর্ণ ব্যাটিং-শক্তি নিয়েই নামছে। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নাররা তো থাকছেনই, দলকে ভরসা যোগাচ্ছে মার্নাস লাবুশান, উইল পুকোভস্কি এবং ক্যামেরন ফ্রিনের মতো তরুণ প্রতিভাদের উপস্থিতি। যার জেরে ১৯৮৭-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, “অস্ট্রেলিয়ায় খেলা। ফলে অস্ট্রেলিয়ার সুযোগ অনেক বেশি থাকবে। তার উপর, বিরাট শুধুমাত্র প্রথম টেস্ট খেলেই ফিরে যাবে। সেটাও অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা যোগাবে। আর এটাই ভারতের পক্ষে বড় ধাক্কা। কারণ, অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসাবে কোহলির জায়গা নেওয়ার মতো কেউ নেই। ২-১ ফলে সিরিজ জেতা উচিৎ অজিদের।“
বর্ডারের মত, দলের মধ্যে যে আগ্রাসন কোহলি আমদানি করেছেন সেটাই তাঁকে অন্য অধিনায়কদেফ্র থেকে আলাদা করে দিয়েছে। বলছেন, “কোহলি হৃদয় দিয়ে খেলে। খেলার প্রতি ওর ভালোবাসা এবং আগ্রাসন চোখে পড়ার মতো। খেলার ফরম্যাট অনুযায়ী নিজের খেলা বদল করতে পারে। আমি বা সুনীল গাভাসকর এক ধরণের ব্যাটিং-ই করতে পারতাম। কিন্তু বিরাট নিজের খেলা বদল করতে পারে বলেই একদিনের ম্যাচ, টেস্ট এবং টি-২০ ক্রিকেটে একইরকম সফল। যেটা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং এবি ডে ভিলিয়ার্স ছাড়া বিশেষ কেউ পারে না। এভাবে নিজের খেলায় পরিবর্তন করা সহজ ব্যাপার নয়।“
দিনদুয়েক আগেই চেতেশ্বর পুজারাজে সাবধান করেছিলেন গ্লেন ম্যাকগ্রা। কারণ, গত ১০ মাস সেভাবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি পুজারা। এদিন একই সুর শোনা গিয়েছে বর্ডারের গলাতেও। বলছেন, “নেট থেকে এসে সোজা স্টার্ক, কামিন্সদের সামনে পড়বে পুজারা। যাদের হাতে নতুন বল থাকবে। ওর পক্ষে কাজটা যথেষ্ট কঠিন হবে। একইসঙ্গে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত বর্ডার। আইপিএল থেকে অস্ট্রেলিয়া সফর – টানা জৈব সুরক্ষাবলয়ের মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। বর্ডারের মত, এভাবে চললে মানসিক ক্লান্তির শিকার হতে বাধ্য ক্রিকেটাররা।
পাশাপাশি, অজিদের বিরুদ্ধে ভারতের রণকৌশল নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার। তাঁর মত, রবিচন্দ্রন অশ্বিনের উপর অতিরিক্ত ভরসা করলে ডুববে ভারত। বলছেন, “যুজবেন্দ্র চাহল ওর লেগস্পিনে বিপাকে ফেলতে পারে ব্যাটসম্যানদের। ভালো বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধেও সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা কার্যকরী হতে পারে।“