• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাবার আকস্মিক মৃত্যু, দেশে ফিরছেন সিরাজ

অটো চালিয়েও ছেলেকে ক্রিকেটার হিসাবে গড়ে তুলেছিলেন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই আঘাত ভারতীয় দলে দলের তরুণ পেসার মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘাউস হায়দরাবাদে নিজের বাসভবনে মারা গিয়েছেন। জানা গিয়েছে, তাঁর গলায় সংক্রমণ হয়েছিল। এই পরিস্থিতিতে সিরাজ অস্ট্রেলিয়া থেকে হায়দরাবাদে ফিরছেন তিনি ভারতীয় দলের সঙ্গে সিডনির শহরতলী এলাকায় ১৪ দিনের আবশ্যিক কোয়্যারান্টাইন পর্ব কাটাচ্ছিলেন সবে মাত্র এক সপ্তাহ কেটেছে। আরও এক সপ্তাহ বাকি। এমন অবস্থায় এই বিনা মেঘে বজ্রপাত

প্রসঙ্গত, কয়েক বছর আগেও হায়দরাবাদের রাস্তায় অটো চালাতেন ঘাউস। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা সত্বেও ছেলেকে ক্রিকেটার হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর ছিলেন। সিরাজের ক্রিকেটার হওয়ার পিছনে ঘাউসই ছিলেন অনুপ্রেরণা

তবে হায়দরাবাদে ফিরলেও সিরাজ তাঁর বাবার শেষকৃত্যে অংশ নিতে পারবেন না। কারণ, হায়দরাবাদেও তাঁকে কোয়্যারান্টাইনে থাকতে হবে

সিরাজের আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর বাবার উদ্দেশ্যে শোকবার্তা জানিয়ে টুইট করেছে এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে

এই পরিস্থিতিতে একদিনের সিরিজের শুরু থেকে সিরাজকে পাওয়া রীতিমতো অনিশ্চিত। কারণ, অস্ট্রেলিয়ায় ফিরলে সেখানেও আবার কোয়্যারান্টাইনে থাকতে হবে তাঁকে।

     

বিজ্ঞাপন

Goto Top