• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দেশে ফিরছেন না সিরাজ

শুক্রবারই প্রয়াত হয়েছেন সিরাজের বাবা মহম্মদ ঘাউস

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১৯৯৯ বিশ্বকাপ। বাবার আকস্মিক মৃত্যুর জেরে দেশে ফিরেছিলেন শচীন তেন্ডুলকর। খেলতে পারেননি জিম্বাবোয়ে ম্যাচ। আর সেই ম্যাচ হেরেই বিশ্বকাপের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের দলের। কিন্তু সাড়ে ২১ বছর পরে আজহারেরই শহরের মহম্মদ সিরাজ ‘দেশের কাজে’ লাগতে চান বলে বাবার মৃত্যু সত্বেও দেশে ফিরলেন না।

শুক্রবারই প্রয়াত হয়েছেন সিরাজের বাবা মহম্মদ ঘাউস। যার জেরে বিসিসিআই সচিব জয় শাহ সিরাজকে জানিয়েছিলেন, চাইলে তিনি দেশে ফিরতে পারেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হায়দরাবাদের পেসার। বোর্ড সচিব জানিয়েছেন, “বোর্ডের সঙ্গে সিরাজের আলোচনা হয়েছিল। এরকম সময়ে ও যাতে পরিবারের পাশে থাকতে পারে তার জন্য ওকে দেশে ফেরার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সিরাজ দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় থাকতে চায়। দেশের কাজে লাগতে চায়। বোর্ডের তরফ থেকে আমরা সিরাজের পাশে রয়েছি।“ সিরাজের কঠিন মানসিকতার প্রশংসা করে টুইট করেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

     

বিজ্ঞাপন

Goto Top