অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বইয়ের ব্যাটসম্যান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসদ্যসমাপ্ত আইপিএলের দ্বিতীয়ার্ধে জোর জল্পনা চলছিল তাঁর হ্যামস্ট্রিং-এর চোট নিয়ে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে বিশ্রাম নিয়ে, চোট সারিয়ে দলে ফেরার কথা বলেছিলেন। দিলীপ বেঙ্গসরকার বলেছিলেন, তাঁর চোট নিয়ে সামঞ্জস্যের অভাব রয়েছে বিসিসিআই এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। গোটা ঘটনা যাঁকে ঘিরে সেই রোহিত শর্মা যারপরনাই বিরক্ত এমন চাপানউতোরে। বলছেন, “কে কি বলছে জানি না। ব্যাপারটা নিয়ে এত জলঘোলা হচ্ছে কেন জানি না। বিসিসিআই এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। মুম্বই ইন্ডিয়ান্সকে জানিয়েছিলাম, যেহেতু টি-২০ ম্যাচ সেহেতু সামলে নিতে পারব। চোটের পর দু’দিন সময় নিয়েছিলাম ভাবার জন্য। কিন্তু হ্যামস্ট্রিং-এর অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্সকে বলেছিলাম, প্লে-অফের আগে ফিট হয়ে যাব। যদি সামান্যও অস্বস্তি বোধ করি তাহলে খেলব না।“
আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার সতীর্থ ইশান্ত শর্মার সঙ্গে অনুশীলন করছেন রোহিত। তাঁর কথায়, “হ্যামস্ট্রিং একদম ঠিক আছে। তবে টেস্ট খেলার আগে পেশির ক্ষমতা বাড়িয়ে নিতে চাই। তাই সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাইনি। ১১ দিনের মধ্যে ছ’টি ম্যাচ খেলতে হবে ওখানে।“
আপাতত, সামনের ২৫ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে চান ‘হিটম্যান’।