ভরসা রাখছেন রিজার্ভ বেঞ্চের উপরেও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপুঁজি পাঁচ রান। বিপক্ষে রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। তা সত্বেও তাঁদের জিততে দেননি মহম্মদ শামি। আর আইপিএলের সেই পারফরম্যান্সই অস্ট্রেলিয়া সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলার পেসারকে। বলছেন, “হাতে পাঁচ রান নিয়ে ওদের মতো বিস্ফোরক ব্যাটসম্যানদের আটকে রাখা খুবই তৃপ্তিদায়ক। এত কম রান হাতে থাকলে ভুল করার কোনও সুযোগই থাকে না।“
অবশ্য শুধু সেই ম্যাচই নয়, গোটা আইপিএলেই ছন্দে ছিলেন শামি। নিয়েছেন ২০ টি উইকেট। অন্যান্যবারের থেকে রানও দিয়েছেন অনেক কম। আর তার জেরেই মনে করছেন, সাদা বলে যথেষ্ট অনুশীলন হয়ে গিয়েছে। আপাতত মন দিয়েছেন গোলাপি এবং লাল বলে নিয়ন্ত্রণ রাখার দিকে।
অস্ট্রেলিয়ার অনেক প্রাক্তনই বলা শুরু করে দিয়েছেন, আগেরবারের মতো সহজে এবার টেস্ট সিরিজ জিততে পারবে না ভারত, কারণ, এবার অস্ট্রেলয়া পাচ্ছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বমানের ব্যাটসম্যানকে। যাঁরা তখন বল বিকৃতি কাণ্ডের জেরে নির্বাসিত ছিলেন। কিন্তু শামি তাঁদের নিয়ে ভাবিত নন। বলছেন, “ভারতেও যথেষ্ট ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। নেটে তাদের বিরুদ্ধেই বল করি আমরা। নামের দিকে না তাকিয়ে নিজের দক্ষতার দিকে নজর দিই। আমাদের পেসাররা ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে। যা অস্ট্রেলিয়ায় প্রয়োজন। রিজার্ভ বেঞ্চের বোলারদেরও যথেষ্ট গতি রয়েছে। তার ফলেই গত কয়েকটি সফরে ধারাবাহিকভাবে বিপক্ষের ২০ উইকেট তুলতে পেরেছি আমরা।“