• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শনিবারও কলকাতাতে ডার্বি

ক্রিকেটের বড় ম্যাচে মুখোমুখি দুই প্রধান। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইএসএল ডার্বি নিয়ে ইতিমধ্যেই শহরে উদ্মাদনা তৈরি হয়ে গিয়েছে।২৭ নভেম্বর আইএসএল ডার্বিতে মুখোমুখি হচ্ছে এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। তবে পরের দিনও ডার্বির উত্তাপ থাকবে শহর কলকাতায় ফুটবলের ময়দান থেকে বাইশ গজে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানশনিবার, ২৮ নভেম্বর সিএবির ছ’ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট, বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে বিকেল চারটের সময় মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।ইতিমধ্যেই ওই ম্যাচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্মাদনা তৈরি হয়েছে। ফিরতি লেগের ডার্বিতে ডিসেম্বর মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

সিএবির উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছ’দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ। করোনা পরবর্তী সময়ে প্রায় আট মাস পর ইডেনের বাইশ গজে আবার ক্রিকেট ফিরতে চলেছে। মঙ্গলবার বিকেল চারটেয় মোহনবাগান বনাম ক্যালকাটা কাস্টমস দিয়েই শুরু হচ্ছে সিএবি আয়োজিত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গল অভিযান শুরু করছে ২৫ নভেম্বর তপন মেমোরিয়ালের বিরুদ্ধেময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও এই টুর্নামেন্টে খেলছে কালীঘাট, টাউন ক্লাব, কাস্টমস এবং তপন মেমোরিয়াল

 

     

বিজ্ঞাপন

Goto Top