ক্রিকেটের বড় ম্যাচে মুখোমুখি দুই প্রধান।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইএসএল ডার্বি নিয়ে ইতিমধ্যেই শহরে উদ্মাদনা তৈরি হয়ে গিয়েছে।২৭ নভেম্বর আইএসএল ডার্বিতে মুখোমুখি হচ্ছে এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। তবে পরের দিনও ডার্বির উত্তাপ থাকবে শহর কলকাতায়। ফুটবলের ময়দান থেকে বাইশ গজে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।শনিবার, ২৮ নভেম্বর সিএবির ছ’ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট, বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে বিকেল চারটের সময় মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।ইতিমধ্যেই ওই ম্যাচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্মাদনা তৈরি হয়েছে। ফিরতি লেগের ডার্বিতে ৬ ডিসেম্বর মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।
সিএবির উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছ’দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ। করোনা পরবর্তী সময়ে প্রায় আট মাস পর ইডেনের বাইশ গজে আবার ক্রিকেট ফিরতে চলেছে। মঙ্গলবার বিকেল চারটেয় মোহনবাগান বনাম ক্যালকাটা কাস্টমস দিয়েই শুরু হচ্ছে সিএবি আয়োজিত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গল অভিযান শুরু করছে ২৫ নভেম্বর তপন মেমোরিয়ালের বিরুদ্ধে।ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও এই টুর্নামেন্টে খেলছে কালীঘাট, টাউন ক্লাব, কাস্টমস এবং তপন মেমোরিয়াল।