• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সিরাজকে মনোবল যোগাচ্ছেন বিরাট

টেস্ট সিরিজে রোহিত-ইশান্তকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২০০৭ সাল। রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন টিনএজার বিরাট কোহলি। হঠাৎই খবর পেয়েছিলেন, বাবা আর নেই। তড়িঘড়ি বাড়ি ফিরেছিলেন। কিন্তু পরের দিন ব্যাট হাতে খেলেছিলেন ঝকঝকে ৯৭ রানের ইনিংস।

জীবনের সেই কঠিন চ্যালেঞ্জের কথাই মহম্মদ সিরাজকে শুনিয়েছেন বিরাট। আর তার জেরেই বাবা মহম্মদ ঘাউসের মৃত্যু সত্বেও দেশে ফেরেননি সিরাজ। হায়দরাবাদী পেসার বলছেন, “বিরাট ভাই আমাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছে। বলেছে, কঠিন পরিস্থিতিই আমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে।“

তবে সিরাজকে টেস্ট সিরিজে পাওয়া ইতিবাচক দিক হয় তাহলে চিন্তার কারণও মজুত থাকছে টিম ইন্ডিয়ার জন্য। নেপথ্যে রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। ফিটনেস ফিরে পাওয়ার জন্য দু’জনেই আপাতত রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। টেস্ট সিরিজের আগেই তাঁদের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা। কিন্তু কোয়্যারান্টাইন নিয়ে কোনওরকম ঢিলেঢালা মনোভাব দেখাতে নারাজ অস্ট্রেলিয়া সরকার। ফলে অস্ট্রেলিয়া পৌঁছে ১৪ দিন কোয়্যারান্টাইনে থাকতে হবে রোহিতদের। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী চাইছেন, ১১ থেকে ১৩ ডিসেম্বর গোলাপি বলে অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিন রোহিতরা। কারণ, এখনও পর্যন্ত একটিই দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। তাও দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে। সেখানে অস্ট্রেলিয়া সাতটি দিন-রাতের টেস্ট খেলে সাতটিই জিতেছে।

এই পরিস্থিতিতে অনুশীলন ম্যাচ খেলতে হলে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া পৌঁছতে হবে রোহিতদের। সেক্ষেত্রে তাঁদের বাধ্যতামূলক কোয়্যারান্টাইন পর্ব শেষ হবে ১০ ডিসেম্বর। একমাত্র তাহলেই প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন রোহিতরা।

     

বিজ্ঞাপন

Goto Top