কাস্টমসকে ১৭ রানে হারাল মোহনবাগান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে মোহনবাগান ক্যালকাটা কাস্টমসকে ১৭ রানে হারিয়ে দিল। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৫৬ রান তুলেছিল মোহনবাগান। মনোজ তিওয়ারি ৩৯ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে কাস্টমস নির্ধারিত ২০ ওভারে ছ’উইকেটে ১৩৯ রান তুলতে সক্ষম হয়।
মোহনবাগান ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছিল। কিন্তু চতুর্থ উইকেটে মনোজ এবং শিবম শর্মার জুটি তাদের লড়াইয়ে ফিরিয়ে আনে। মনোজের ৬১ রানের ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং পাঁচটি বাউন্ডারি। শেষদিকে বিবেক সিং ২৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলে যান। কাস্টমসের বাপি মান্না ৩৩ রানে দু’উইকেট নেন।
কাস্টমস ১৪ ওভার পর্যন্ত মাত্র একটি উইকেট খুইয়ে ১০০ রানের বেশি তুলে নিয়েছিল। কিন্তু শেষ ৩১ বলে মাত্র ৩৩ রান খরচ করে কাস্টমসের পাঁচটি উইকেট তুলে নেয় মোহনবাগান। একইসঙ্গে নিশ্চিত করে জয়। কাস্টমসের ওপেনার অভিষেক দাস ৬০ বল খেললেও ৫৬ রানের বেশি করতে পারেননি। তিনি ১৮.৪ ওভার পর্যন্ত উইকেটের একটা দিক ধরে রাখলেও প্রয়োজনের সময় আউট হয়ে যান। তখন দলের প্রয়োজন আট বলে ২৩ রান। সেই কাজ সারতে পারেননি নিচের সারির ব্যাটসম্যানরা।
মোহনবাগানের সন্দীপন দাস ২২ রানে দু’ উইকেট নেন। দু’টি উইকেটই এসেছে শেষ ওভারে। সায়ন ঘোষ ৩২ রানে দু’টি উইকেট নেন। আকাশ দীপ চার ওভারে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন।