মারমুখী ব্যাটিং-এ ফের জাত চেনালেন বাংলার প্রাক্তন অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কগত মরশুমের শুরুটা ভালো হয়নি মনোজ তিওয়ারির। ক্লাব পর্যায়ে ৩০০ রানও করতে পারেননি। মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন। এরপরে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে একটি অর্ধশতরান-সহ ১৫৪ রান। আর মুস্তাক আলি ট্রফিতে ১২৬ রান। রঞ্জিতে ফর্ম ফিরে পেয়েছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৭০৭ রান। যার মধ্যে ছিল ত্রিশতরানও।
যেখানে গত মরশুম শেষ করেছিলেন এবার সেখান থেকেই শুরু। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ৩৯ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস দেখিয়ে দিল, এখনও বহুদিন বাংলার নির্ভরশীল ব্যাটসম্যান হয়ে থাকবেন মান্নি। মাত্র ১০ দিন আগে ৩৫ পূর্ণ করেছেন তিনি। কিন্তু বাড়তে থাকা বয়স থাবা বসায়নি ব্যাটিং-এ। ১৫৪ স্ট্রাইকরেট। সঙ্গে তিনটি ছক্কা। কাস্টমসের সঙ্গে মোহনবাগানের মূল পার্থক্য গড়ে দিলেন মনোজই। আপাতত, ফর্ম ধরে রাখার দিকেই পাখির চোখ বাংলার প্রাক্তন অধিনায়কের।