• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রুদ্ধশ্বাস লড়াইয়ে কালীঘাটকে হারাল টাউন

২৪ বলে ৫৮ রানের মারকাটারি ইনিংস মহম্মদ কাইফের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ হল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের দ্বিতীয় ম্যাচ কালীঘাটকে তিন উইকেটে হারাল টাউন ক্লাব। যা কলকাতার সবচেয়ে পুরোনো সম্পূর্ণ দেশীয় খেলোয়াড়দের নিয়ে গড়া ক্লাব।

প্রথমে ব্যাট করতে নেমে কালীঘাট বিশেষ স্বস্তিতে ছিল না ১৩ ওভারে পাঁচ উইকেট খুইয়ে তাদের রান ছিল ৭৩ ততক্ষণে মোহনবাগান থেকে আসা দুই মার্কি প্লেয়ার জয়জিত বসু ও সুদীপ চট্টোপাধ্যায় ফিরে গিয়েছেন এমন সময় শুভম চট্টোপাধ্যায় (৪৭ বলে ৬৩) ও প্রদীপ্ত প্রামানিকের (১৩ বলে ২২ অপরাজিত) ইনিংস সাত উইকেটে ১৪৮ রানে পৌঁছে দেয় কালীঘাটকে উল্লেখযোগ্য বোলিং অরিত্র চট্টোপাধ্যায় (৩/২৬), আজাজ আনসারি (২/১৯) এবং মহম্মদ কাইফের (১/২৫)। তবে অনন্ত সাহা (৪-০-৩৭-০) ও অয়ন ভট্টাচার্য (৪-০-৩৮-০) ব্যর্থ

কালীঘাট বোলারদের সামনে বেসামাল হয়ে গিয়েছিল টাউনওসুদীপ ঘরামী, পূরব জোশী, গীতিময় বসু, পঙ্কজ সাউদের হারিয়ে ১৩.২ ওভারের শেষে তাদের রান ছিল সাত উইকেটে ৬৬ এই পরিস্থিতিতে আজাজ আনসারি (অপরাজিত ২০) ও নবম ব্যাটসম্যান মহম্মদ কাইফ অষ্টম উইকেটে মাত্র ৩৮ বলে ৮৬ রান যোগ করে টাউনকে অবিশ্বাস্য জয় এনে দেন। কাইফ মাত্র ২৪ বলে ৫৮ করেন। যে ইনিংসে রয়েছে চারটি ছক্কা।

শীত পড়ছে কলকাতা, বহুদিন বাদে উত্তাপ বাড়ছে কলকাতা ক্লাব ক্রিকেটের

     

বিজ্ঞাপন

Goto Top