বল হাতে নজর কাড়লেন তপন মেমোরিয়ালের রমেশ প্রসাদ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতপন মেমোরিয়ালের কাছে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে ছ’উইকেটে হেরে গেল ইস্টবেঙ্গল। তপন মেমোরিয়ালের রমেশ প্রসাদের বিধ্বংসী বোলিং-এর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইস্টবেঙ্গল। ২০ ওভারে ন’উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান তুলতে পেরেছিল ইস্টবেঙ্গল। জবাবে ১৬.১ ওভারে চার উইকেট হারিয়ে তপন মেমোরিয়াল জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
সায়ন শেখর মণ্ডল (২১ বলে ২৭ ) চালিয়ে না খেললে এবং দীপাঞ্জন মুখোপাধ্যায় (৩৯ বলে ৩৫) উইকেটের একদিক ধরে না রাখলে ১০০ রানও উঠত না ইস্টবেঙ্গলের। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ৪৮ রান যোগ করেন। রমেশ প্রসাদ (৪-১-১৫-৪) এবং প্রয়াস রায় বর্মন (২/২৫) ইস্টবেঙ্গলকে অল্প রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা নেন।
মুকেশ কুমারের বোলিং (৩/১৩) তপন মেমোরিয়ালকে প্রাথমিক ধাক্কা দিলেও সন্দীপন দাস (৩৯ বলে ৪৯) ও শাহবাজ আহমেদ (২২ বলে অপরাজিত ৩২) দলেক জয়ের রাস্তা দেখান। ৮৮ রানের জুটি গড়েন মাত্র ৪৮ বলে। ফলত ম্যাচ জিততে অসুবিধা হয়নি।