• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যর্থ মনোজ, মোহনবাগানকে হারাল কালীঘাট

অপরাজিত ৫১ রান সুদীপের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে ভর করে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে কালীঘাট ছ’উইকেটে মোহনবাগানকে হারিয়ে দিল মোহনবাগান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৩৭ রান অনুষ্টুপ মজুমদার ৫৪ বলে ৭৩ করেন। শিবম শর্মা ২৮ বলে ৩৪ রান করেন শেষের দিকে দেবব্রত দাস ছ’বলে ১১ রান করেন। গত ম্যাচের নায়ক মনোজ তিওয়ারি ১২ বল খেলে মাত্র দু’রান করেন আমির গনি মাত্র এক ওভার বল করে দু’রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া, বল হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স সৌরভ মণ্ডল (২/৩০) এবং প্রদীপ্ত প্রামানিকের (১/১৫)।

মোহনবাগান লড়াই করলেও এক বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় কালীঘাট। নেপথ্যে সুদীপ চট্টোপাধ্যায়ের অপরাজিত রান। শুভম চট্টোপাধ্যায় ২৮ বলে ৩১ রান করেন জয়জিত বসু ১ টি ছয় সহ ২০ রান করলেও ২২ বল খেলে ফেলেন প্রিন্স যাদবের বোলিং (২/২৩) কাজে আসেনি।

     

বিজ্ঞাপন

Goto Top