জঙ্গি হামলার জেরে বাতিল সাকিবদের সফর
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবিশ্বকাপের পরেই জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সূচিতে ছিল তিনটি একদিনের ম্যাচ। কিন্তু সাম্প্রতিক সন্ত্রাসবাদী হানার জেরে সেই সফর বাতিল করল বাংলাদেশ। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রশ্নই নেই। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। আমার মনে হয় শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতিতে কোনও দলই সেখানে সফর করতে চাইবে। বিশেষত যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাতৃপাল সিরিসেনা নিজেই বলছেন যে আরও জঙ্গি হানার সম্ভাবনা রয়েছে।“
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জঙ্গি হানার জেরে সিরিজ অসমাপ্ত রেখে ফিরে আসতে হয়েছিল বাংলাদেশকে। সেকথা মাথায় রেখেই নাজমুল জানিয়েছেন, “শুধুমাত্র শ্রীলঙ্কাই নয়, আগামী কয়েক মাসে যেসব দেশে আমাদের ফফরে যাওয়ার কথা রয়েছে সেইসব দেশগুলির নিরাপত্তা ব্যবস্থার উপর কড়া নজর রাখছেন আমাদের আধিকারিকরা।“
উল্লেখ্য, জঙ্গি হানার জেরে বারবারই সমস্যায় পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তার কারণেই শ্রীলঙ্কায় খেলতে অস্বীকার করেছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালে লাহোরে জঙ্গি হামলা হয়েছিল শ্রীলঙ্কার টিম বাসের উপর।
শুধু সিনিয়র দলই নয়, জঙ্গি হামলার জেরে বাতিল করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরও, যা হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে।